'আত্মনির্ভর ভারতে নতুন সূর্যোদয় এই নতুন সংসদ ভবন ।' রবিবার নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে উদ্বোধনী ভাষণে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০১৪ সালে দিল্লির মসনদে বসে আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন মোদী । আজ, নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে একই সুর শোনা গেল তাঁর গলায় । এদিন সকালেই প্রথম পর্যায়ের অনুষ্ঠানে সেঙ্গেল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মোদী । এরপর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে তাঁর প্রথম ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী । জানালেন, দেশের জন্য নতুন সংসদ ভবনের প্রয়োজন ছিল । এই ভবন ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নের প্রতিবিম্ব । ২৮ মে ২০২৩, ইতিহাসে লেখা থাকবে । এদিন, নতুন সংসদ ভবন থেকে ৭৫ টাকার কয়েন আর স্মারক ডাকটিকিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী সংসদ ভবন সম্পর্কে আরও বলেন, "নতুন সংসদ ভবন নবীনের প্রতীক । তাই এই ভবনের কাজ আধুনিক হবে । " তাঁর কথায়, "ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে । ভারতের উন্নয়ন বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে ।আর পিছনে ফিরে তাকাবে না ভারত ।
মোদী আরও বলেন, সময়ের দাবি ছিল নতুন সংসদ ভবনের । এই দাবি মেনেই এই সংসদ ভবন তৈরি হয়েছে ।
জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী