৯ মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট (Ind Vs Australia) । এই ম্যাচ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করবে ভারত । তাই চতুর্থ টেস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে রোহিতদের জন্য । তবে এই টেস্টের আরও একটা গুরুত্ব হল, ২২ গজের লড়াই দেখতে খোদ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । নিজের নামের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australia PM) অ্যান্থনি আলবেনিজকে নিয়ে খেলা দেখবেন । তাই কঠোর নিরাপত্তার আয়োজন করা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ।
৯ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী কখন ও কতক্ষণ খেলা দেখবেন, তা জানা যায়নি । ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁরা জানিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী খেলা দেখবেন, সেই মতো যেন সবরকম ব্যবস্থা করা হয় । জানা গিয়েছে, আগামী ৮ মার্চ চার দিনের ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর । তারই একটা অংশ হিসেবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখবেন তিনি ।
আরও পড়ুন, India Vs Australia : অনিশ্চিত একদিনের সিরিজে, আমেদাবাদ টেস্টেও নেই কামিন্স, নেতা স্মিথ