বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে রেখার প্রচার কেমন চলছে, তা নিয়েও খোঁজখবর নেন তিনি।
সন্দেশখালির ঘটনার পর বিজেপির সমর্থন অনেকটাই বেড়েছে। সেই কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রধানমন্ত্রীকে রেখা পাত্র বলেন, "শুধু সন্দেশখালি নয়, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের বোনেরা বিগত দিনগুলিতে অত্যাচারিত হয়েছে।" ২০১১ সাল থেকে ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন, তাঁর উদ্বেগের কথা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে। কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: দিলীপ ঘোষের 'কুমন্তব্য', কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের
বিজেপি সূত্রে খবর, রাজনীতির অভিজ্ঞতা না থাকা রেখা পাত্র আপাতত কলকাতাতেই আছেন। মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরেই বসিরহাটের লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করছেন বিজেপি নেতারা। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় রেখার কাছে প্রধানমন্ত্রীর ফোন আসে।