"স্বাধীনতা ভিক্ষা করে নেওয়া যায় না। স্বাধীনতা অর্জন করতে হয়। শিখিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু (Subhas Chandra Bose)।" ইন্ডিয়া গেটে ১২৫তম জন্মবার্ষিকীতে ((Birth Anniversary) এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সন্ধে ৬টা ৪০ নাগাদ হলোগ্রাম মূর্তির (Hologram Statue) উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি বসবে এই স্থানে।
নেতাজির মূর্তি উন্মোচনের পর প্রধানমন্ত্রী বলেন, "ঐতিহাসিক দিন। স্বাধীন ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন নেতাজি।" প্রধানমন্ত্রী আরও বলেন, নেতাজি সেই ব্যক্তি, যিনি ব্রিটিশদের বলেছিলেন, স্বাধীনতা ভিক্ষা করে নেওয়া যায় না। স্বাধীনতা অর্জন করতে হয়।"
২০১৯ সাল থেকে ২০২২। চার বছর ধরে কেন্দ্রীয় সরকার 'সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন' পুরস্কার দেয়। নেতাজির জীবন নিয়ে যারা অনুপ্রাণিত, তাদের এদিন অনুষ্ঠান থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন হবে বাংলায়, বললেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো। এবার বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি। সেই বিতর্কের পরই ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনের ঘোষণা করে কেন্দ্র সরকার।