প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগমন হল নতুন এক অতিথির। তবে সাময়িক নয়, প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনেই পাকাপাকিভাবে থাকবে সে। ওই সদস্য কে জানেন? সে একটি বাছুর। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
দিল্লির লোককল্যাণ মার্গে রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে গরুও রয়েছে। সম্প্রতি তার মধ্যে একটি গরু সন্তান প্রসব করেছে। প্রধানমন্ত্রী তার নাম রেখেছে দীপজ্যোতি।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী যে ভিডিয়ো প্রকাশ করেছেন সেখানে দেখা গিয়েছে সদ্য জন্মানো বাছুরের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। নিজের ঘরের পুজোর স্থানেও দীপজ্যোতিকে বসিয়ে রাখা হচ্ছে। এবং তাকে নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী। এমনকি নিজের সোফাতেও ওই বাছুরকে নিয়ে খেলতে দেখা গিয়েছে।
শুধু ভিডিয়ো পোস্ট নয়, প্রধানমন্ত্রী লিখেছেন, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে গাবঃ সর্বসুখ প্রদাঃ। লোক কল্যাণ মার্গে নতুন এক সদস্যের আগমন হয়েছে।
কেন বাছুরের নাম দীপজ্যোতি?
এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, যে বাছুরের জন্ম হয়েছে তার মাথায় জ্যোতিচিহ্ন রয়েছে। সেই কারণে বাছুরের নাম রাখা হয়েছে দীপজ্যোতি। সে খুব মিষ্টি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।