কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি ৯ বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের। সেই চিঠিতে সই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। অভিযোগ, যাঁরা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চিঠিতে মনীশ সিসোদিয়ার গ্রেফতারির (Manish Sisodia) প্রসঙ্গও বলা হয়েছে।
৯ জন বিরোধী দলের নেতাদের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার। ওই চিঠিতে সই আছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ইউবিটি নেতা উদ্ধব ঠাকরে, জম্মু-কাশ্মীরের ফারুক আবদুল্লা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের।
আরও পড়ুন: নিউ ইয়র্ক-নয়া দিল্লিগামী বিমানে প্রস্রাব মদ্যপ ছাত্রের
বিরোধী নেতারা চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন, কেন্দ্রীয় সংস্থার নির্লজ্জ অপব্যবহারে মনে হচ্ছে গণতন্ত্র থেকে স্বৈরাতন্ত্রের পথে চলেছি। মনীশ সিসোদিয়ার গ্রেফতারির সমালোচনা করে বিজেপি সরকারকেও আক্রমণ করা হয়েছে। এরপরই শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই চিঠিতে।