বিরোধী জোটের নেত্রী হিসেবে দেশে জনপ্রিয়তার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইন্ডিয়া টুডের একটি সমীক্ষায় উঠে এল এই তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জনপ্রিয়তার নিরিখে ২ নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejiriwal)। তিন নম্বরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
সম্প্রতি ইন্ডিয়া টুডে তাঁদের 'মুড অফ দা নেশন' (Mood Of The Nation) সমীক্ষা প্রকাশ করেছে। দেশের সর্বাধিক জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম। তবে জনপ্রিয়তা বাড়লেও শতাংশের হারে তা অনেকটাই কমেছে। গত অগাস্ট মাসে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ছিল ৭৮ শতাংশ। তা এবার সমীক্ষায় কমে দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। এবার সমীক্ষায় বিরোধী জোটের নেতা হিসেবে দেশের মানুষ এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।
আরও পড়ুন: ইন্ডিয়া গেটে গ্র্যানাইটের নেতাজি-মূর্তি বসানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
এবার সমীক্ষায় অংশ নেওয়া ১৭ শতাংশ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিরোধী মুখ হিসেবে দেখছেন। লোকসভা ভোট ও বিধানসভা ভোটে রাজ্যে যেভাবে বিজেপিকে আটকে দিয়েছে তৃণমূল, সেই লড়াইকে কুর্নিশ করছে মানুষ। তাই এই মুহূর্তে মোদী সরকারকে টক্কর দেওয়ার ক্ষেত্রে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর পরই বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয় স্থানে আছেন রাহুল গান্ধী।