গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) আগে বড় ধাক্কা কংগ্রেসের। দল ছাড়লেন হার্দিক প্যাটেল (Hardik Patel)। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে লম্বা পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চিঠিতে নাম না করে রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন হার্দিক। জানিয়েছেন, দেশের কঠিন সময় যখন রাহুলকে প্রয়োজন ছিল, সেই সময় বিদেশে কাটিয়েছেন দেশের নেতা।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে গুজরাত সফরে দেখা হয় হার্দিক প্যাটেলের। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ঠিক তারপরই এই সিদ্ধান্ত নেন হার্দিক প্যাটেল। কারও নাম না করে পদত্যাগপত্রে হার্দিক লেখেন, "যখন শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করি, তাঁরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। গুজরাতের সমস্যা নিয়ে শোনার বদলে তাঁরা অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিলেন।" হার্দিকের অভিযোগ, গুজরাত নিয়ে কোনও আগ্রহই নেই কংগ্রেসের। হার্দিক পদত্যাগপত্রে লেখেন, গুজরাতের উন্নয়ন নিয়ে কংগ্রেসের কোনও নির্দিষ্ট পরিকল্পনাও নেই। তাই রাজ্যে গুরুত্ব হারিয়েছে দল।
আরও পড়ুন: উপহারের মোড়ক খুলতেই বিস্ফোরণ, উড়ে গেল বরের কব্জি !
২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দেন হার্দিক প্যাটেল। গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় হার্দিককে। ওই পদত্যাগপত্রে হার্দিক লেখেন, কংগ্রেসে থাকাকালীন এই কয়েকবছর তাঁর গুরুত্ব অনেকটাই কম ছিল।