শীতকালীন অধিবেশনে সংসদে তৃণমূলের রণকৌশল কী হবে, তা ঠিক করতে, বুধবার বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Delhi Vist)। দলীয় সাংসদদের (TMC MPs) তিনি সাফ জানান, রাজ্যের ইস্যুতে নয়, দলীয় সাংসদদের জাতীয় ইস্যুতেও সরব হতে হবে। তবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। আক্রমণাত্মক পদক্ষেপ করা যাবে না, বলেই সতর্ক করেছেন তৃণমূল নেত্রী।
বুধবার সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন তৃণমূলের সব সাংসদ। ছিলেন না সাংসদ দেব। শুটিংয়ের কাজে ব্যস্ত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অর্জুন সিং। সংসদে তৃণমূলের রণকৌশলের সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: জাতীয় ইস্যুতেও সরব হতে হবে, দলীয় সাংসদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা, গঙ্গাভাঙনের বরাদ্দ টাকা, সব কিছু নিয়ে সরব হওয়ার পরামর্শ দেন তিনি। সাংসদদের উদ্দেশ্যে তিনি জানান, জাতীয় স্বার্থেও সংসদে সরব হতে হবে তৃণমূলকে।