এবার দিল্লিতে পৌঁছল রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Of India Ram Nath Kovind) কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor Jagdeep Dhankhar) সরানোর আবেদন করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম দিনই এই আবেদন করলেন তিনি।
সোমবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বক্তব্যের পর সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সরাসরি সংঘাত বাঁধছে রাজ্য সরকারের। এর আগে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে নালিশ করে এসেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজেট অধিবেশনে সরাসরি রাজ্যপালকে সরানোর আবেদন করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রাত পোহালেই বাজেট! স্বাস্থ্যক্ষেত্রের বরাদ্দ নিয়ে কী প্রত্যাশা মানুষের?
প্রসঙ্গত, একাধিক ইস্যুতে রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত প্রকাশ্যে এসেছে। রাজ্যের একাধিক প্রশাসনিক কাজে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের সময়ও তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদ থেকে তাঁকে সরানোর কথাও বলেন।