শ্রদ্ধা হত্যাকান্ডের তদন্তে নেমে বারে বারে বিস্মিত হচ্ছেন পুলিশ কর্তারা। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শ্রদ্ধার দেহাংশ ফ্রিজে থাকাকালীন এক মহিলা সঙ্গীকে ওই ফ্ল্যাটে নিয়ে আসেন আফতাব। তাঁর সঙ্গে সময় কাটান শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী। দীর্ঘদিন ধরেই শ্রদ্ধাকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করতেন আফতাব, পুলিশকে এমনটাই জানান শ্রদ্ধার বন্ধুরা।
জানা গিয়েছে, জনপ্রিয় মার্কিন অপরাধমূলক ওয়েব সিরিজ 'ডেক্সটার' দেখে শ্রদ্ধাকে খুনের ছক কষেন তিনি। খুনের পর শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করতে এবং রক্তের দাগ পরিষ্কারের পদ্ধতি খুঁজতে গুগলেও সার্চ করেন শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী। আফতাবের থেকে এই তথ্য পেয়ে রীতিমতো শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও।
আরও পড়ুন- Man Killed Live In Partner: রক্তের দাগ মুছতে গুগলের সাহায্য? দিল্লি কাণ্ডে চোখ কপালে তদন্তকারীদের
পুলিশ সূত্রে খবর, আফতাব-শ্রদ্ধা দু’জনেই আদতে মুম্বইয়ের বাসিন্দা। কল সেন্টারে কাজ চলাকালীন একটি ডেটিং অ্যাপে দু'জনের পরিচয়। দক্ষিণ দিল্লির অতিরিক্ত ডিসিপি অঙ্কিত চৌহান জানান, তিন বছর আগে লিভ-ইন করতে শুরু করেন এই দুই তরুণ-তরুণী। এরপরেই তাঁরা মুম্বই ছেড়ে দিল্লি চলে যান। কিন্তু কিছুদিন পর থেকে বিয়ের জন্য আফতাবকে চাপ দিতে শুরু করেন শ্রদ্ধা। কিন্তু আফতাব বিয়েতে রাজি না থাকায় রোজই তাঁদের ঝামেলা হত বলেই খবর। গত ১৮ মে তুমুল ঝগড়া বাধে দু’জনের। ঝগড়া চলাকালীন শ্রদ্ধাকে গলা টিপে খুন করেন আফতাব।