৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(President Draupadi Murmu)। তাঁর কথায় উঠে এল বহুত্ববাদের সুর। দেশের প্রথম জনজাতি গোষ্ঠীর রাষ্ট্রপতি বুধবার বলেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ভারত সফল। কারণ হিসেবে তিনি জানান, নানা ধর্ম এবং ভাষা দেশের মানুষকে বিভাজিত করেনি, তা কেবল ঐক্যবদ্ধ করেছে। তাঁর এদিনের বক্তব্যে ভারতবর্ষের(India's 74th Republic day) অখণ্ডতার পক্ষেই কথা বলতে গিয়ে ডঃ বি আর আম্বেদকরের(Dr. BR Ambedkar) প্রসঙ্গও টেনে আনেন। পাশাপাশি, মোদী সরকারের(Modi Govt.) জাতীয় শিক্ষানীতির প্রশংসাও শোনা গিয়েছে রাষ্ট্রপতির মুখে।
বুধবার রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রী মোদীর(PM Narendra Modi) জমানায় শিক্ষাকে যুগোপযোগী করে তোলার চেষ্টা চলছে। সেই চেষ্টায় কিছুটা সফলও হয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি, দেশ গড়ে তোলার ক্ষেত্রে কৃষক, শ্রমিক, চিকিৎসক, প্রযুক্তিবিদ সহ বিভিন্ন সমাজের শ্রেনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি(President Draupadi Murmu)।
আরও পড়ুন- Ranji Trophy: একাধিক চোট, ঘরের মাঠে খেলতে নেমে অস্বস্তিতে বাংলা