শুক্রবার কুস্তিগিরদের প্রতিবাদে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্না মঞ্চে কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের হওয়ার এক ঘণ্টার মধ্যে যন্তর মন্তরে আসেন প্রিয়াঙ্কা। সরকার কেন আড়াল করার চেষ্টা করছে। প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী।
বিজেপি সাংসদ ও রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ধর্না দেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী সিংরা। শুক্রবার কুস্তিগিরদের পাশে দাঁড়ান অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার মতো অ্যাথলিটরা। শনিবার ব্রিজভূষণের বিরুদ্ধে FIR জমা করে দিল্লি পুলিশ। এরপরই ধর্না মঞ্চে আসেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। কুস্তিগিরদের দাবি, গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা ধর্না চালিয়ে যাবেন।
এদিকে অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়ার অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের আন্দোলন বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। যন্তর মন্তরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের আন্দোলনের স্থান ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় বলেও অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে।