মাত্র একদিন আগেই তুলে নেওয়া হয়েছিল তাঁর নিরাপত্তা। আর সেই সুযোগটাই কাজে লাগাল দুষ্কৃতীরা। রবিবার পাঞ্জাবের মানসা জেলায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসাওয়ালা। যদিও এই ঘটনায় প্রাঁণে বেঁচেছেন তাঁর আরও দুই সঙ্গী। মুসাওয়ালার মৃত্য়ুর পরেই প্রশ্নর মুখে পাঞ্জাবের আপ সরকারের নিরাপত্তা প্রত্য়াহারের সিদ্ধান্ত। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী ভগবন্ত সিং মান। দোষীদের কড়া শাস্তি হবে বলেও দাবি করেছেন তিনি। তাতেও অবশ্য় চিড়ে ভিজছে না। কারণ রাজনৈতিক মহলের দাবি, গত কয়েকদিন ধরেই পাঞ্জাবে মাথাচাড়া দিয়েছে খালিস্তানি সংগঠনের আনোগোনা। এই পরিস্থিতি কী ভাবে রাজ্য়ের ৪০০-এর বেশি ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করা হল, তা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে।
পাঞ্জাবে শুভদীপ সিংহ সিধু পরিচিত সিধু মুসওয়ালা নামে। রবিবার মানসায় নিজের বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সিধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: কাশ্মীরে পাকিস্তানি ড্রোন, উদ্ধার স্টিকি বোমা, অমরনাথ যাত্রায় বাড়ল নিরাপত্তা
গত বছর ডিসেম্বরে সিধু কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পাঞ্জাবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে হাত চিহ্নের প্রার্থী হয়ে তিনি লড়েছিলেন মানসায়। কিন্তু আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি। এদিকে সিধুর মৃত্য়ুতে শোক সেলিব্রেটি মহলে। শেহনাজ গিল থেকে সংগীত পরিচালক বিশাল দাদলানি, সিধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বন্ধুকে হারালেন বলে টুইটারে শোক কপিল শর্মার।