ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া (Turkey) । যেদিকেই চোখ যায়, শুধুই ধ্বংসস্তূপ । আর সেই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে হাজার হাজার প্রাণ । কেউ মা-বাবার অপেক্ষায় চোখের জল ফেলছে, কেউ আবার জন্মেই অনাথ হয়ে যাচ্ছে । কোথাও দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে থাকা মেয়ের হাত ধরে বসে আছে বাবা । সিরিয়া-তুরস্কের (Syria-Turkey) এই বিপর্যস্ত চিত্র এবার পুরীর (Puri) সমুদ্রতটে উঠে এল ।
শিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarshan Pattanayek) সমুদ্রতটে বালি দিয়ে ৫ ফুট দীর্ঘ ও ৫ ফুট উচ্চতার যে শিল্পকর্ম করেছেন, সেখানে তুরস্ক-সিরিয়ার ভয়ঙ্কর ছবি ফুটে উঠেছে । দেখা যাচ্ছে, বহুতলের ধ্বংসাবশেষে আটকে পড়েছে এক শিশু। সেইসঙ্গে রয়েছে এক বার্তা, যেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আর্জি জানিয়েছেন সুদর্শনবাবু ।
আরও পড়ুন, Cow Hug Day withdrawn: প্রেমের বিশেষ দিনেই গরুকে জড়িয়ে ধরুন, দেশজোড়া অসন্তোষে নির্দেশ প্রত্যাহার
পারিপার্শ্বিক ঘটনাকে এর আগেও শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন সুদর্শন পট্টনায়ক । বাস্তব চিত্র তুলে ধরে সমাজকে সু-পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন ।