‘ভারত জোড়ো’ যাত্রার কর্মসূচিতে এইমুহূর্তে কর্নাটকে রয়েছেন রাহুল গান্ধী (Rahul gandhi), রাজ্যে তাকে সঙ্গ দিচ্ছেন কর্নাটকের প্রাক্তনমন্ত্রী তথা কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার এবং দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ কেসি বেণুগোপাল, এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ‘ভারত জড়ো’ কর্মসূচিতে এবার সাংসদ, প্রাক্তন মন্ত্রীদের নিয়ে রাজপথে ডন দিতে দেখা গেল রাহুল গান্ধীকে।
স্থানীয় এক খুদে কিশোরের চ্যালেঞ্জ লুফে রাজপথে ডন দেন রাহুল। কর্মসূচিতে এসে ওই কিশোর, রাহুলকে নিজের জামা গুটিয়ে দেখিয়েছিল পেশীর জোর। এরপরেই রাহুল গান্ধীকে খেলার ছলে পুশ আপ চ্যালেঞ্জ দেয় খুদে। সঙ্গে সঙ্গে রাজপথেই ডন দিয়ে রাহুলও বুঝিয়ে দেন তিনি ফিট অ্যান্ড ফাইন। কংগ্রেসের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে. রাহুলের পাল্লায় পড়ে রাজপথে ডন দিতে হয়েছে শিবকুমার, বেণুগোপালকেও।