স্কি-এর পর স্নো বাইকে সওয়ার রাহুল গান্ধী (Rahul Gandhi) । বরফে ঢাকা কাশ্মীরে স্নো মোবাইল রাইডিংয়ে এবার সঙ্গী প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। রাহুলকে পিছনে বসিয়ে বরফে ঢাকা পাহাড়ে তুষারযান ছুটিয়ে বেড়ালেন প্রিয়াঙ্কা । আবার কখনও চালকের আসনে দেখা গেল রাহুলকেও । সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
সাধারণ পর্যটকদের ভিড়ে রাহুল-প্রিয়াঙ্কার স্নো মোবাইল রাইডিংয়ে কোনও ব্যাঘাত ঘটেনি । গায়ে শীত পোশাক জড়িয়ে রাইডিংয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন ভাই-বোন । রাজনীতি থেকে দূরে এক অন্যরকম রাহুল-প্রিয়াঙ্কাকে দেখা গেল কাশ্মীরের বরফে । কয়েকদিন আগে বরফে গোলা নিয়ে খেলতে দেখা গিয়েছিল ভাই-বোনকে ।
ভারত জোড়ো যাত্রা শেষে কাশ্মীরে দু'দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন রাহুল । তবে একে একেবারেই রাহুলের ব্যক্তিগত সফর বলে উল্লেখ করেছে কাশ্মীর কংগ্রেস। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও জানায় তারা ।