২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি বসানো হবে। মূর্তিতে 'প্রাণ প্রতিষ্ঠা' ২২ জানুয়ারি।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে আগামী ১৮ জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে আগামী ২২ জানুয়ারি, বেলা ১২টা ২০ মিনিটে। প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলতে পারে।
সাংবাদিক বৈঠকে তিনি আরও জানিয়েছেন, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার এই পবিত্র মুহূর্তটি চিহ্নিত করেছেন বারানসীর গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়।
চম্পত বলেছেন, "ধর্মীর আচার অনুষ্ঠান শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ২২ জানুয়ারি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার ওজন মোটামুটি ১৫০ থেকে ২০০ কেজি৷
কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর শ্রী অরুণ যোগীরাজের কৃষ্ণের তৈরি শিলা দিয়ে তৈরি মূর্তিটি রামলালার বিগ্রহ হিসাবে নির্বাচিত হয়েছে।