বৈবাহিক ধর্ষণ সম্পর্কে গুরত্বপূর্ণ রায় দিল কর্নাটক আদালত (Karnataka High Court)। এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানিয়ছে, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও স্ত্রী-এর ইচ্ছার বিরুদ্ধে তাঁর ওপর স্বামীর বলপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা 'ধর্ষণ' (Marital rape) হিসেব ধরা হবে। আদালত আরও জানিয়েছে, 'বিয়ে নামের প্রতিষ্ঠান স্বামীর তাঁর স্ত্রীয়ের ওপর কোনরকম পাশবিক আচরণের অধিকার দেয় না, দেওয়া উচিতও নয়'।
একটি মামলার প্রেক্ষিতে আদালতের বিচারপতি এম নাগাপ্রসন্নের বেঞ্চ জানিয়েছে, বিয়ে মানেই, কেউ নৃশংস জন্তুর মতো আচরণ করবেন, এমনটা হতে পারে না। কর্নাটক হাইকোর্টের কাছে এক ব্যক্তি পিটিশন দাখিল করে তাঁর ওপর আনা বৈবাহিক ধর্ষণের মামলা তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রী ভারতীয় দণ্ড বিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। বুধবার ওই ব্যক্তির দায়ের করা পিটিশন খারিজ করে দেয় কর্নাটক আদালত।