সব আশঙ্কা সত্যি করে রেপো রেট বাড়িয়েই দিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট (Repo rate) বৃদ্ধির কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ। ফলে বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে এই নিয়ে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। গত ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নির্ধারণ নীতি কমিটি ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। রেপো রেট (Repo rate) বৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়ে ঋণশোধের প্রক্রিয়ায়। তাই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে গাড়ি, বাড়ির ইএমআই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহালমহল।
আরও পড়ুন: দেশবাসীর মাথায় হাত, ফের বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট
উল্লেখ্য, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank increased repo rate) যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে থাকে, তাই হল রেপো রেট। অন্যদিকে শীর্ষ ব্যাঙ্ক যে হারে অন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়ে থাকে, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।