নভেম্বরে কমেছিল খুচরো পন্যের মূল্যবৃদ্ধির হার। এর পর কমে যায় পাইকারি মূল্যবৃদ্ধির হারও। ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত। গত এক বছরের তুলনায় খুচরো মূল্যবৃদ্ধির হার সর্বনিম্ন, ৫.৭২ শতাংশ। বলা বাহুল্য, এই হার মধ্যবিত্তের জন্য সুখবর। ডিসেম্বরেও রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সীমার মধ্যেই থাকল খুচরো পন্যের মূল্যবৃদ্ধির হার।
জাতীয় পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য জানাচ্ছে, বাজারে খাদ্যপন্য ও অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে। এর ফলেই মূল্যবৃদ্ধির সূচক নিম্নগামী। গত অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৭৭ শতাংশ। যা নভেম্বরে কমে দাঁড়ায় ৫.৮৮ শতাংশ।
সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছিল ৭.৪১ শতাংশ। নভেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের সীমার মধ্যেই রইল খুচরো পন্যের মূল্যবৃদ্ধির হার।