প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র সম্প্রচারের প্রেক্ষিতে বিবিসি-কে (BBC Documentory) নিষিদ্ধ করার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা করে হিন্দু সেনা (Hindu Sena)। শুক্রবার সেই মামলা খারিজ করল শীর্ষ আদালত।
বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, আবেদনটি ভুল ধারণার ভিত্তিতে করা। আদালত সেন্সরশিপ জারি করতে পারে না। এদিন আদালতকে তাঁদের আবেদন শোনার অনুরোধ করেন আবেদনকারীর আইনজীবী পিঙ্কি আনন্দ। আদালত তা শুনতে চায়নি। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, রিট পিটিশনটি পুরোপুরি ভুল ধারণার ভিত্তিতে করা। মামলাটি শুনানির যোগ্য নয়।
আরও পড়ুন: 'ডায়নামিক ইউথ আইকন', ফের রাহুল-প্রশস্তিতে পঞ্চমুখ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
উল্লেখ্য, জনস্বার্থ মামলাটি দায়ের করেন হিন্দু সেনার প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা। লিখিত আবেদন তাঁর অভিযোগ, বিবিসি ভারত ও ভারত সরকারের বিরুদ্ধে বরাবর ভারত ও ভারত সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করে।