ঘড়িতে তখন সবে দুপুর। রোজের মতোই স্কুল বাসে বাড়ি ফিরছিল তারা। দ্বারভাঙার এই রাস্তায় দিয়ে রোজ তারা স্কুলে যায় এবং বাড়ি ফেরে। কিন্তু এমন দৃশ্য তারা কোনও দিন দেখেনি। রাস্তায় আগুন জ্বলছে। কিছু লোকের মুখ ঢাকা। হাতে বাঁশ নিয়ে হইহই করে রাস্তা দিয়ে ছুটছে। আর তারা নীরব দর্শক। স্কুল বাসের মধ্যে ঠায় আটকে।
এই ছবিটাই ছিল বিহারের দ্বারভাঙার। যেখানে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভে দীর্ঘক্ষণ আটকে একটি স্কুলবাস। আর সেই বাসের মধ্য আতঙ্কিত কিছু স্কুল পড়ুয়া। কারুর ভ্রুক্ষেপ নেই। কারণ, তখন প্রতিবাদ চলছে। সবাই ব্যস্ত কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে ওই স্কুল পড়ুয়াদের।
বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রায় সারাদিন কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে উত্তাল বিহার। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই এসেছে সরকারি সম্পত্তি নষ্ঠের খবর। বিশেষ করে, রাজ্যের প্রতিটি স্টেশন কার্যত তছনচ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। শুধুমাত্র বিহারেই এদিন পাঁচটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই এদিন দুপুরে স্কুল থেকে ফিরছিল ওই পড়ুয়ারা। দ্বারভাঙার রাস্তায় এই দৃশ্য দেখে তাদের মধ্যে দু জন অসুস্থ হয় বলেও খবর পাওয়া গিয়েছে।