সংসদে হামলার নেপথ্যে কারা? এবার সেই তথ্যই সামনে নিয়ে এল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, সাংসদের অথিতি হিসেবে গ্যারালিতে প্রবেশ করা ওই যুবকের নাম সাগর শর্মা।
বয়সে তরুণ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাগরই সাংসদে ধোঁয়া বোমা ফাটানোর অন্যতম চক্রী। তাঁর বাড়ি কর্নাটকে। সম্প্রতি দিল্লিতে তিনি এসেছিলেন সুদূর মাইসুরু থেকে। এক সাংসদের থেকে সংসদে ঢোকার পাস জোগাড় করে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
আরও পড়ুন - 'তদন্ত শুরু, চিন্তার কারণ নেই', সংসদের ঘটনা প্রসঙ্গে বললেন স্পিকার
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদে ঢোকার পাস পেয়েছিলেন মইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিনহার থেকেই। কারণ, সাগরের থেকে উদ্ধার হওয়া পাস থেকে কর্নাটকের বিজেপি সাংসদের নাম জানতে পারা গিয়েছে।