বছরের যে সময়েই কাশ্মীরে যান, আপনার মনে হবে এই 'ভূস্বর্গ'কে যেন প্রকৃতি ঢেলে সাজিয়েছে৷ কদিনের শীতেই হাড় কাঁপুনি ধরে গিয়েছে বঙ্গবাসীর। আর এই আবহেই বাঙালি এক পর্যটক তুলে ধরেছেন 'শীত সুন্দরী' কাশ্মীরের অপূর্ব দৃশ্য। বছরের অন্যান্য সময় ডাল লেক মানেই সুবিশাল জলশয়ে রঙবেরঙের হাউস বোট, টলটলে জলে সূর্যের আলোর খেলা করে যাওয়া। সেই চেনা ডাল লেক এখন জমে বরফ। তার উপর দিয়েই চলছে পর্যটকদের যাতায়াত। লেকের উপরাংশে বরফ জমে স্বচ্ছ কাঁচের আকার নিয়েছে৷ এক পর্যটক তাঁর ক্যামেরায় অপূর্ব সেই দৃশ্য বন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, শ্রীনগরে এই মুহূর্তে তাপমাত্রা ওঠা নামা করছে হিমাঙ্কের নীচে৷ হিমে ঢেকেছে কাশ্মীরের গাছগাছালি, পথ ঘাটও। বরফের চাঙর ভেঙে ভেঙেই ডাল লেকে এগিয়ে চলেছে নৌকা। এডিটর জি বাংলার পর্দায় এই ভিডিয়ো দেখে নিশ্চিত আপনিও একবার কাঁপবেন অনুভূতিতে৷