এবার সাংসদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি লিখলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শনিবার তাঁর নামে অ্যাকাউন্টের রয়েছে, এই মর্মে একটি চিঠি পাঠায় একটি সরকারি ব্যাঙ্ক। সেই চিঠি পেয়ে বেশ অবাক হন বর্ষীয়ান শিশির অধিকারী। ওই চিঠিতে দাবি করা হয়, স্থানীয় মেচেদা শাখার ওই সরকারি ব্যাঙ্কে তাঁর নামে অ্যাকাউন্ট আছে। এরপর আইনি পরামর্শ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কাছে অভিযোগ জানান শিশির অধিকারী।
নির্মলাকে লেখা চিঠিতে কাঁথির সাংসদ অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্ট খুলতে কোনও তথ্য বা নথি তিনি সরকারি ব্যাঙ্কের কাছে জমা দেননি। কার্যত তাঁকে অন্ধকারে রেখে এই কাজ হয়েছে বলেই অভিযোগ তৃণমূল সাংসদের। সূত্রের খবর, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিশির অধিকারীর নাম রয়েছে। ঠিকানাও দেওয়া হয়েছে তাঁর বাড়ির।
এই ব্যাপারে শিশির অধিকারীর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকী প্রায় একই অভিযোগ করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকেও। এই ব্যাপারে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও মনে করেন, কেউ এর পিছনে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন। কারণ শিশির অধিকারী দীর্ঘদিন অসুস্থ। বাড়িতেই থাকেন। আর এই কারণেই নির্মলা সীতারামণকে অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী।