Sisir Adhikari : অ্যাকাউন্ট তাঁর নামে, ব্যাঙ্কের চিঠি শিশির অধিকারীকে, অভিযোগ জানালেন নির্মলাকে

Updated : Feb 25, 2023 18:25
|
Editorji News Desk

এবার সাংসদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি লিখলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। শনিবার তাঁর নামে অ্যাকাউন্টের রয়েছে, এই মর্মে একটি চিঠি পাঠায় একটি সরকারি ব্যাঙ্ক। সেই চিঠি পেয়ে বেশ অবাক হন বর্ষীয়ান শিশির অধিকারী। ওই চিঠিতে দাবি করা হয়, স্থানীয় মেচেদা শাখার ওই সরকারি ব্যাঙ্কে তাঁর নামে অ্যাকাউন্ট আছে। এরপর আইনি পরামর্শ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কাছে অভিযোগ জানান শিশির অধিকারী। 

নির্মলাকে লেখা চিঠিতে কাঁথির সাংসদ অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্ট খুলতে কোনও তথ্য বা নথি তিনি সরকারি ব্যাঙ্কের কাছে জমা দেননি। কার্যত তাঁকে অন্ধকারে রেখে এই কাজ হয়েছে বলেই অভিযোগ তৃণমূল সাংসদের। সূত্রের খবর, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিশির অধিকারীর নাম রয়েছে। ঠিকানাও দেওয়া হয়েছে তাঁর বাড়ির। 

এই ব্যাপারে শিশির অধিকারীর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকী প্রায় একই অভিযোগ করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকেও। এই ব্যাপারে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও মনে করেন, কেউ এর পিছনে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন। কারণ শিশির অধিকারী দীর্ঘদিন অসুস্থ। বাড়িতেই থাকেন। আর এই কারণেই নির্মলা সীতারামণকে অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। 

Nirmala sitharamanEast MidnapurBank AccountSisir Adhikary

Recommended For You

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে