Sanjay Raut: বাড়িতে তল্লাশির পর সঞ্জয় রাউতকে হেফাজতে নিল ইডি

Updated : Aug 07, 2022 16:52
|
Editorji News Desk

সঞ্জয় রাউতকে (Sanjay Raut) নিজেদের হেফাজতে নিল ইডি। এর আগে দু’বার তাঁকে জেরার জন্য ডেকেছিল ইডি। এড়িয়ে গিয়েছেন শিবসেনার রাজ্যসভার এই সাংসদ। এরপর রবিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশির পর বিকেলে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

মহারাষ্ট্রের সদ্য ক্ষমতাচ্যুত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয়ের বাড়িতে রবিবার সকালে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। সঞ্জয়ের বাড়িতে ইডির গোয়েন্দারা ঢোকার অনতিবিলম্বেই টুইট করে নিজের প্রতিক্রিয়া জানান শিবসেনার রাজ্যসভার সাংসদ। তিনি লেখেন, ‘‘মিথ্যে পদক্ষেপ। মিথ্যে প্রমাণ। কিন্তু মরে গেলেও আমি আপস করব না। শিবসেনাও ছাড়ব না।’’

WB Education:সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন ব্রাত্য, নিয়োগ জট নিয়ে আলোচনার সম্ভাবনা

সঞ্জয়ের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আবাসন বা ‘চল’ পুনরুন্নয়নের অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। এ ব্যাপারে সঞ্জয়কে সম্প্রতি দু’বার ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২০ জুলাই এবং ২৭ জুলাই। কিন্তু ইডির তলব পেয়েও হাজিরা দেননি উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ। বরং রবিবার সকালে মারাঠি ভাষায় একটি টুইট করে সঞ্জয় লেখেন, ‘আমার সঙ্গে কোনও দুর্নীতির যোগ নেই। আমি শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে এ কথা বলছি। বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছিলেন। আমিও শিবসেনার হয়ে লড়ে যাব।’ এর সঙ্গেই তাঁর বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ‘মরে গেলেও আপস করব না। জয় মহারাষ্ট্র।’

যদিও সঞ্জয়ের এই দাবি শুনে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের পাল্টা প্রশ্ন, ‘‘যদি উনি কোনও দুর্নীতিতে জড়িত না থাকেন, তবে ভয় পাচ্ছেন কেন? কেনই বা ইডি ডাকা সত্ত্বেও দু’টি সমনের জবাব দেননি তিনি? কেন হাজির হননি ইডির দফতরে?’’

 

 

Sanjay rautShiv Sena

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে