পঞ্জাবের ভাটিন্ডার সেনা ছাউনির মধ্যে থেকে গুলির আওয়াজ। বুধবারের কাকভোরের এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে খবর সংবাদ সংস্থা এএনআইয়ের। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুণী তল্লাশি। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে স্থানীয় পুলিশের দাবি, সেনার কোনও জওয়ানের গুলিতেই বাকিদের মৃত্যু হয়েছে।
সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলিচালনার ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চার জনের মৃত্যু হয়েছে।’’