গাড়ির চাকায় কেউ আটকে গেছে বুঝেও তাঁরা গাড়ি থামাননি। জেনেশুনেই তাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন বলেও স্বীকার করে নেন দিল্লিকাণ্ডে ধৃতরা(Sultanpuri Crime News)। অভিযুক্তদের কথায়, দুর্ঘটনার জেরে তাঁরা অত্যন্ত ভয় পেয়ে যান। গাড়ি থামিয়ে অঞ্জলিকে(Anjali Singh Murder Case) নিয়ে হাসপাতালে গেলে খুনের মামলা দায়ের করা হবে, এ ভাবনা ছিল তাঁদের। ফলে দুর্ঘটনার পরেও গাড়ি থামাননি অভিযুক্তরা(Delhi Murder Case)। যতক্ষণ না চাকায় আটকে থাকা অঞ্জলি সিংয়ের দেহ ছিটকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাড়ি চালিয়ে যান তাঁরা।
এর আগেই পুলিশি(Delhi Police) জেরায় অভিযুক্তরা জানিয়েছিলেন, তাঁরা বুঝতেই পারেননি গাড়ির চাকায় কেউ আটকে আছেন। গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজায় তাঁরা ঘটনাটি কেউ খেয়াল করেননি বলেও জানান অভিযুক্তরা। পরে জেরার মুখেই বদলে যায় বয়ান।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছেন দীপক খন্না, অমিত খন্না, মনোজ মিত্তল, মিঠুন, কৃষ্ণ, আশুতোষ এবং অমিত। বর্ষবরণের(New Year Party 2023) রাতেই দিল্লির সুলতানপুরী(Sultanpuri Accident) এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অঞ্জলি সিং। অঞ্জলিকে স্কুটিতে ধাক্কা মারার পর তাঁর দেহ হিঁচড়ে নিয়ে যান অভিযুক্তরা। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পরে সমস্তটাই। পরে রোহিণী এলাকায়(Delhi Murder Case) একটি অটোতে চেপে পালিয়ে যান অভিযুক্তরা।