ভোট (Election) আসে, ভোট যায় । কিন্তু, প্রতিশ্রুতি (Election Freebies) পূরণ হয় না । ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দলই (Political Parties) প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় । কিন্তু, ভোট শেষে সব শূন্য । এরই প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে এই সংক্রান্ত মামলায় কেন্দ্র (Centre) ও নির্বাচন কমিশনকে (Election Commission) নোটিশ পাঠাল শীর্ষ আদালত ।
মামলার আবেদনে জানানো হয়, যে দলগুলি ভোটে জিততে মাত্রাতিরিক্ত প্রতিশ্রুতি দেবে, তাদের প্রতীক কেড়ে নিতে হবে । সেইসঙ্গে দলের রেজিস্ট্রেশন বাতিলেরও আর্জি জানানো হয়েছে । মঙ্গলবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও বিচারপতি হিমা কোহলি (Hima Kohli)-এই তিন বিচারপতির বেঞ্চে । এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিষয়টি গুরুত্বপূর্ণ । অনেক ক্ষেত্রে সাধারণ বাজেটকে ছাড়িয়ে যাচ্ছে দান খয়রাতির বাজেট । যদিও, এটি দুর্নীতিগ্রস্থ অনুশীলন নয় । তবে এক ধরনের বৈষম্য তৈরি করে ।
আরও পড়ুন, UP Election 2022: তিনি মুখ্যমন্ত্রীর মুখ নন, বয়ান বদল করে দাবি প্রিয়াঙ্কার
বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা মামলায় মূলত পঞ্জাবের উদাহরণই টানা হয়েছে । উল্লেখ্য, পঞ্জাবে ক্ষমতায় এলে ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে ১,০০০ টাকা ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেন আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । এছাড়া, মামলায় শিরোমণি অকালি দল ও কংগ্রেসের কথাও উল্লেখ রয়েছে ।