আরও বিপাকে সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা(Nupur Sharma Controversy)। এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের। নারকেলডাঙা থানায়(Narkeldanga Police Station) নূপুরকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪১-এ ধারায় নোটিস পাঠানো হয়েছে নূপুরকে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী(Nupur Sharma)। যে মন্তব্য ঘিরে এখন তোলপাড় গোটা দেশ। এই রাজ্যের বিভিন্ন প্রান্তেও তার আঁচ এসে পড়েছে।
ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের(Nupur Sharma controversy) বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়েছে। নূপুর দ্রুত গ্রেফতার করা না হলে আগামী সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৫ জুন নূপুরকে মুম্বই পুলিশের(Mumbai Police) কাছে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।