মোমোর প্লেট নিয়ে বচসা। রেস্তোরাঁয় খেতে আসা ব্যক্তিকে কুপিয়ে খুনের (murder) অভিযোগ উঠল ১৮ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi Crime) রানহোলা এলাকায়।
নিহত ব্যক্তির নাম জিতেন্দ্র মেহতা (৪০)। তিনি মোহন গার্ডেন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে তিরঙ্গা চকের কাছে একটি রেস্তরাঁয় মোমো খাচ্ছিলেন তিনি। এমন সময়ই দুর্ঘটনাবশত তাঁর সঙ্গে ধাক্কা লাগে এক কিশোরের। ধাক্কার জেরে মোমোর প্লেট মাটিতে পড়ে যায়। দু’জনের মধ্যে তুমুল বচসা বাধে তারপরই।
Dev: সৃজিত, কৌশিকদের কাছে কাজ চেয়েও না পাওয়ায় নিজের রাস্তা তৈরি করেন তিনি, জানালেন দেব
বচসা চলাকালীনই ওই ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ কিশোরের বিরুদ্ধ। জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।