ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার সঙ্গে এই কথাটিও বারবার বলা হয় যে, ইতিহাসের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই (On this day in history)।
ভারতীয় সঙ্গীতের ইতিহাসে ১৯২৯ সালের ৪ অগাস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন জানেন? কারণ, এই দিনেই মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের অন্যতম সেরা প্লে-ব্যাক গায়ক কিশোর কুমার। যদিও, জন্মের পর তাঁর নাম দেওয়া হয়েছিল আভাস কুমার গাঙ্গুলি। পরে সেই নাম বদলে গিয়েই হয় কিশোরকুমার। তিনি একাধারে সঙ্গীতশিল্পী, অভিনেতা, সুরকার, প্রযোজক, পরিচালক।
১৯৬১ সালের ৪ অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা জন্মগ্রহণ করেছিলেন। ২০০৯ সালে প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি হন তিনি। ২০১২ সালে রাষ্ট্রপতি পদে আসীন হন দ্বিতীয়বার।
২০০৪ সালের ৪ অগাস্ট নাসা একটি সুপার কম্পিউটার তৈরি করেছিল। যার নাম রাখা হয়েছিল ভারতীয়-বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলার নামানুসারে।