পানীয়ে বিষ মেশানো হয়েছিল। বিজেপি নেতা সোনালি ফোগতকে হত্যার অভিযোগে গ্রেফতার ২ অভিযুক্তই এই কথা স্বীকার করেছে বলে শুক্রবার সংবাদমাধ্যমকে জানাল গোয়া পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ২ অভিযুক্ত সুখবিন্দর সিং এবং সুধীর সাঙ্গোয়ান পানীয়ে বিষ মেশানোর কথা জেরায় স্বীকার করে নিয়েছে। ওই বিষ মেশানো পানীয় সোনালি ফোগতকে খেতে বাধ্য করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবারই সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগত। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। বিকেলে শেষবার তাঁর সঙ্গে পরিবারের কথা হয়। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই দেখা যায়, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সোনালিকে, এমনটাই জানানো হয়েছে।
টিকটক ভিডিয়োর মাধ্যমে শিরোনামে এসেছিলেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন। ২০২০ সালে বিগ বস প্রতিযোগিতায়ও যোগ দিয়েছিলেন সোনালি।