মঙ্গলবার সকালে বিবিসি'র কার্যালয়ে আয়কর দফতরের অভিযান নিয়ে রাজনৈতিকমহলে সরগরম। ইতিমধ্যেই বিবিসি'র পক্ষ থেকে বিবৃতি দিয়ে 'সবরকম সহযোগিতা'র আশ্বাস দেওয়া হয়েছে। এবার আয়কর অভিযান চলাকালীন বিবিসি'র কার্যালয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হল। যেখানে দেখা যাচ্ছে বিবিসি অফিসের কর্মীদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছেন আয়কর আধিকারিকরা। ভিডিয়োটি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তা হল, আয়কর আধিকারিক বিবিসি কার্যালয়ের প্রবেশাধিকার চাইলে বিবিসি কর্মীরা তাঁর ওয়ারেন্ট আছে কি না, সেটি জিজ্ঞাসা করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্য়ে এই অভিযান হয়েছে। সূত্রের পক্ষ থেকে দাবি করা হয়, সমস্ত কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল ওই সময়। শুধু দিল্লি নয় ব্রিটিশ সংবাদমাধ্যমের মুম্বইয়ের দফতরেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর, আন্তর্জাতিক স্তরে কর ফাঁকির অভিযোগেই বিবিসির দিল্লি ও মুম্বইয়ের দফতরে হানা দিয়েছেন আয়কর কর্তারা।