মন্দিরে চুরি করতে এসে বিপদে পড়ল চোর। প্রতিমার গায়ের গয়না (Gold) খুলে ব্যাগ গোছানো হয়ে গিয়েছিল। পরিকল্পনা ছিল, দেওয়ালে গর্ত করে পালাবে। কিন্তু নিজের করা গর্তে আটকে (Stuck) গেল চোর। গর্ত দিয়ে বেরনোর সময় শরীরের ওপর অংশ বেরিয়ে গেলেও, আটকে গেল পিছনের অংশ। তখন বেরোনোর জন্য কাকুতি-মিনতি। অবশেষে ধরা পড়ে যায় সেই চোর। সোশাল মিডিয়াতে দ্রুত ভাইরাল (Viral Video) চোরের এই অভিনব কীর্তি।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের (Srikakulam) জামি এলাম্মা মন্দিরে। নিজের তৈরি করা গর্তে নিজেই এভাবে ফেঁসে যাবে, ভাবতে পারেনি ওই চোর। চোরের কান্নাকাটির আওয়াজে মন্দিরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তারা অনেক চেষ্টা করেন চোরকে ওই গর্ত থেকে বের করার। কিন্তু তাও সম্ভব হয়নি। এরপর তারা পুলিশে ফোন করেন।
আরও পড়ুন: ভারতে কোভিডের নতুন প্রজাতি XE-এর খোঁজ পাওয়া যায়নি,জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
মন্দিরে প্রতিমার গয়না চুরি করতে গিয়ে এমন বিপদ হবে, ভাবতে পারেনি চোরও। সোশাল মিডিয়ায় ওই ভিডিও সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। মাটিতে চুরি করা মুদ্রা পড়ে থাকতে দেখে মন্দিরের পিছন দিকে যায় স্থানীয়রা। সেখানে গিয়ে দেখা যায়, পালাতে গিয়ে এভাবেই দেওয়ালের গর্তে আটকে আছে ওই চোর।