Tmc visit to Up : প্রয়াগরাজে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আজ উত্তরপ্রদেশে তৃণমূলের দল

Updated : Apr 24, 2022 06:49
|
Editorji News Desk

দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরীর পর এবার যোগীর রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) যাচ্ছে তৃণমূলের (Tmc) সত্যানুসন্ধান কমিটি (Factfinding Team)। আজ, রবিবার প্রয়াগরাজ (Prayagraj) যাচ্ছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen), বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur), তৃণমূল নেতা সাকেত গোখলে, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সোরেন ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। শনিবার উত্তরপ্রদেশের একই পরিবারের পাঁচজনকে খুন করা হয় বলে অভিযোগ। প্রয়াগরাজের খেবরাজপুরের এই ঘটনায় দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ এবং নাতনিকে খুন করেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বগটুই ও হাঁসখালির ঘটনায় কেন্দ্রীয় বিজেপি তাদের প্রতিনিধিদল পাঠিয়েছিল। এ বার তারই পাল্টা জবাব দিতে পরপর বিজেপি শাসিত রাজ্যে কোনও অসামাজিক ঘটনা ঘটলে সেখানে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। গত শুক্রবারই দিল্লির জাহাঙ্গিরপুরী গিয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি-সহ উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার-সহ অনেকে। শনিবার প্রয়াগরাজের একই পরিবারের পাঁচ সদস্য খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই আজ সেখানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল।

আরও পড়ুন : ফের উত্তরপ্রদেশ, একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ

শনিবার প্রয়াগরাজের খবর প্রকাশ হতেই, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নেটমাধ্যমে সরব হন তৃণমূল নেতারা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, ‘যোগী আদিত্যনাথের রাজ্যে একই পরিবারের পাঁচজন সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। নিহতদের মধ্যে দু’বছরের একটি শিশু কন্যাও ছিল। প্রায় সমস্ত সংবাদমাধ্যম এই সংবাদটি চেপে গিয়েছে। বিজেপি সরকার কি কোনও সিট গঠন করেছে ? তৃণমূলের প্রতিনিধিরা কী তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে ?’ ডেরেক ছাড়াও, টুইট করে বিজেপি ও যোগী আদিত্যনাথ প্রশাসনকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী শশী পাঁজা, প্রাক্তন বিধায়ক তথা দলের মুখপাত্র সমীর চক্রবর্তী ও চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। পরে বাংলার অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘প্রধানমন্ত্রী যে ভূমিকে পবিত্র ভূমি আখ্যা দিয়েছেন। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটল। বিজেপি যেখানে যোগী রাজের কথা বলে। কিন্তু আমরা দেখলাম, এটা গুন্ডারাজ।’’ ১৫ এপ্রিল চারজন খুন হয়েছেন উত্তরপ্রদেশের নবাবগঞ্জে, এমনটাই দাবি চন্দ্রিমার।

TMCprayagrajUttar Pradesh

Recommended For You

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার