আজ, দেশের ছ’টি রাজ্যের তিন লোকসভা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By Election)। এর মধ্য ত্রিপুরার (Tripura) চারটি বিধানসভায় বিজেপির বিরুদ্ধে পৃথক ভাবে লড়ছে তৃণমূল, বাম এবং কংগ্রেস। ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহাও (Manik Saha) প্রার্থী। ভোট গণনা হবে আগামী শনিবার।
চিকিৎসার পেশা ছেড়ে রাজনীতিতে আসা মানিককে গত মে মাসে বিপ্লব দেবের উত্তরসূরি মনোনীত করেছিল বিজেপি। উপনির্বাচনে টাউন বড়দোয়ালী আসনে লড়ছেন তিনি।
এ ছাড়াও উপনির্বাচন হচ্ছে আগরতলা কেন্দ্রে, ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই ত্রিপুরার বিরোধী দলগুলি শাসক বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে।
উপনির্বাচনে সংঘাতের আশঙ্কায় চারটি কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোট ১৪টি নির্বাচনী কেন্দ্রকে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।