জাতীয় দলের তকমা বাঁচাতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দারস্থ তৃণমূল। নোটিশ পেতেই মঙ্গলবার মুখ্য নিবার্চন কমিশনারের সঙ্গে প্রায় আধঘন্টার বৈঠক সারেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তবে শুধু তৃণমূল নয়, এই 'জাতীয় তকমা আতঙ্ক' তাড়া করে বেড়াচ্ছে সিপিআই এবং এনসিপিকেও। উল্লেখ্য, সদ্যসমাপ্ত ত্রিপুরা ভোটে নোটার থেকেও কম ভোট পেয়েছে বাংলার শাসক দল। তবে রাজ্যের বাইরে শুধু মেঘালয়ে ঘাসফুলের হাতে এসেছে মাত্র ৫টি আসন। এরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয় বলে খবর।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, জাতীয় দলের তকমা পেতে গেলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে দেশের যে কোনও রাজনৈতিক দলকে। নির্বাচন কমিশনের সিম্বল অর্ডারের সেকশন ৬বিতে এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।
জাতীয় দলের তকমা পাওয়ার জন্য তিনটি শর্তের যে কোনও একটি পূরণ করতে হয় রাজনৈতিক দলকে। প্রথমত, লোকসভা নির্বাচনে কোনও দলকে অন্তত তিন রাজ্য থেকে ভোটে লড়ে দেশের মোট আসনের ২ শতাংশ আসন জিততে হবে। দ্বিতীয়ত, লোকসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। তৃতীয়ত, চারটি বা তার বেশি রাজ্যে রাজ্য দলের তকমা থাকতে হবে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে।