দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) নিষ্প্রদীপ অবস্থায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) মূর্তি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।
বিগত কয়েক দিন ধরেই ইন্ডিয়া গেটে নেতাজির ওই হলোগ্রাম মূর্তি দেখা যাচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। বুধবার লোকসভার অধিবেশনেও মূর্তি উধাও হওয়ার প্রসঙ্গ তোলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। এর পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি খতিয়ে দেখতে ইন্ডিয়া গেটে গিয়েছিল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সেখানে গিয়ে মূর্তি নিষ্প্রদীপ দেখেই ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদেরা।
বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে ধর্নায় বসেন তৃণমূল সাংসদ সৌগত, সুখেন্দুশেখর রায়, মৌসম নূরেরা। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নেতাজিকে অন্ধকারে রাখবেন না’।