১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সাংসদদের জন্য একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। এই শব্দগুলি সংসদে সভা চলাকালীন উচ্চারণ করা যাবে না।সাংসদদের মুখে লাগাম পরানোর অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
গত বুধবার বেশ কিছু শব্দ অসংসদীয় হিসেবে ঘোষণা করেছে লোকসভার সচিবালয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইট করে বলেছেন, "মৌলিক শব্দ আমি ব্যবহার করব। আমাকে সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়াই করব।" ডেরেক ও ব্রায়েন টুইটে আরও লেখেন, "কয়েক দিনের মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে। সাংসদের উপর হাস্যকর নির্দেশিকা জারি করা হয়েছে।"
আরও পড়ুন: ধর্ষককে দেওয়া হবে সাড়ে সাত লক্ষ টাকার ক্ষতিপূরণ, নির্দেশ সুপ্রিম কোর্টের
বুধবার অসংসদীয় শব্দের তালিকা ঘোষণা করে সংসদ। সেই তালিকায় আছে, লজ্জাজনক, নির্যাতন, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভন্ডামির মতো একাধিক শব্দ। উল্লেখ্য, এই সমস্ত শব্দগুলি অনেক ক্ষেত্রেই সংসদে বিরোধীরা সরকারের সমালোচনায় ব্যবহার করে থাকেন।