ঝাড়খণ্ডের জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । ট্রেনে চাপা পড়ে কমপক্ষে দু'জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর । মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে । আহতের সংখ্যাও প্রচুর । ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । উদ্ধারকাজ চলছে এখনও । বুধবার সন্ধেবেলায় কালঝরিয়া রেল স্টেশনে দুর্ঘটনাটি ঘটে ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কালঝরিয়া রেল স্টেশনের কাছে এদিন সন্ধে নাগাদ ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছে বলে খবর ছড়ায় । এরপরই যাত্রীরা চেন টেনে অঙ্গ এক্সপ্রেস থামিয়ে দেন । ট্রেন থামতেই নেমে পড়েন বহু যাত্রী । সেইসময় উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস আসছিল । সেই ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রীর হতাহত হয়েছেন বলে খবর ।
যদিও, পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানিয়েছেন, বিদ্যাসাগর কাসিটার কাছে দুর্ঘটনাটি ঘটে । সেইসময় লাইন ধরে হাঁটছিলেন দু'জন ব্যক্তি । লোকাল ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে । আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি । এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । নিহতরা যাত্রী নন, তারা রেল লাইন ধরে হাঁটছিলেন । কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ।
জামতাড়ার এসডিএম জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমরা দুটি দেহ উদ্ধার করেছি। একটি হেল্পলাইন নম্বর চালু করার জন্য আমরা রেলকে অনুরোধ জানিয়েছি। '