কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের বিরুদ্ধে ডাকা ধর্মঘটে সোমবার দিনভর বিক্ষিপ্ত বিক্ষোভের সাক্ষী থাকল দেশের নানা প্রান্ত। সোমবারও 'অগ্নিপথ' বিক্ষোভের আঁচে তপ্ত ছিল দেশ।
দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে সোমবারও বেশকিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। সূত্রের খবর, এদিন সারা দেশে ১৮১টি এক্সপ্রেস এবং ৩৪৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়।
সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পাঞ্জাবের জলন্ধর এবং অমৃতসর ষ্টেশন। এমনকি, রাজধানীর নিজামুদ্দিন রেল স্টেশনেও কড়া পুলিশি প্রহরা ছিল।
দিল্লির শিবাজি ব্রিজ রেলস্টেশনে যুব কংগ্রেস কর্মীরা অগ্নিপথ প্রকল্প এবং রাহুল গান্ধীর ইডি জেরার বিরোধিতা করে রেল অবরোধ করে।
বাংলাতেও কড়া পুলিশি প্রহরার ছবি ধরা পড়েছে। হাওড়া ষ্টেশন, হাওড়া ব্রিজ, শালিমার-সাঁতরাগাছি সহ একাধিক স্টেশনেও ধরা পড়েছে এক ছবি।