আন্দোলনরত কৃষকদের গাড়িতে পিষে মারার ঘটনার পর ফের শিরোনামে লখিমপুর খেরি। এবার অভিযোগ উঠল দুই দলিত কিশোরীকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরি জেলার নিঘাসন থানার সীমানায়।
পরিবার সূত্রের খবর, ১৫ এবং ১৭ বছর বয়সী ওই দুই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল বুধবার সন্ধ্যে বেলায়। আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই তাদের মৃতদেহ ঝুলতে দেখা যায় গাছের ডালে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের বাবা। এমনকি পরিবারের অনুমতি না নিয়ে ময়নাতদন্তের অভিযোগও করা হয়েছে।
ওই দুই কিশোরী একই পরিবারের মেয়ে। সম্পর্কে বোন। পরিবার জানিয়েছে, বুধবার মোটর সাইকেলে চেপে দুষ্কৃতীরা দুই কিশোরীকে অপহরণ করে। এরপরেই তাদের মুখোমুখি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর গ্রামবাসী এবং মেয়েটির পরিবার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে নিঘাসান ক্রসিংয়ে বিক্ষোভ দেখায়।
লখনউ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পুলিসের লক্ষ্মী সিং এবং লখিমপুর খেরির পুলিস সুপার (এসপি) সঞ্জীব সুমন, গ্রামবাসীদের আশ্বস্ত করার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।লখনউ রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিংহ বলেন, 'মেয়ে দুটির নিজেদের পরে থাকা চুড়িদারের ওড়নায় ফাঁস লাগানো অবস্থাতে উদ্ধার করা হয়েছে। তবেদ, তাদের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার ধর্ষণের অভিযোগ করেছে। তাঁদের বয়ান অনুযায়ী এফআইআর দায়ের করব আমরা।'