সশস্ত্র দুষ্কৃতীদের ব্যাঙ্ক ডাকাতি রুখে শিরোনামে বিহারের দুই মহিলা কনস্টেবল। হাজিপুরের একটি গ্রামীণ ব্যাঙ্কের ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে দুজনকে।
বুধবার সকাল ১১টা নাগাদ হাজিপুরের সেন্দুয়ারি চকের উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কে পাহারা দিচ্ছিলেন পুলিশের দুই মহিলা কনস্টেবল জুহি কুমারী এবং শান্তি কুমারী। হঠাৎই সশস্ত্র তিন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে ওই ব্যাঙ্কে হানা দেয়। লোহার দরজা পেরিয়ে ব্যাঙ্কে ঢোকার মুখেই দুই কনস্টেবল শান্তি এবং জুহি তাদের পথ আটকান।
Job Survey In India: তরুণ প্রজন্মের ৮৮ %-ই ২০২৩-এ চাকরি বদলাতে ইচ্ছুক, বলছে সমীক্ষা
দুষ্কৃতীরা তাঁদের দিকে বন্দুক তাক করলেও ভয় পাননি দুই মহিলা কনস্টেবল। এক মুহূর্তও নষ্ট না করে ডাকাতদের দিকে এগিয়ে খালি হাতেই দুষ্কৃতীদের পিস্তলের নল ধরে ফেলেন নির্ভীক দুই মহিলা পুলিশকর্মী। ডাকাতদের সঙ্গে হাতাহাতি শুরু হয় জুহি এবং শান্তির।
শেষমেশ ব্যাঙ্ক লুট করতে না পেরে চম্পট দেন তাঁরা।
পুলিশ এখন ওই দুষ্কৃতীদের সন্ধানে রয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।