ভারতের দুই শহর দিল্লি ও মুম্বইয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দফতরে তল্লাশি চলাচ্ছে আয়কর দফতর। তারমধ্যেই BBC-কেই এবার পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছেন, ২০০২ সাল থেকেই নরেন্দ্র মোদীর পিছনে পরে রয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যম। ওই সাক্ষাৎকারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ষড়যন্ত্র করেও সত্যিকে চেপে রাখা যাবে না। কারণ, ২০০২ সাল থেকে এই সংবাদমাধ্যম মোদীজির পিছনে পরে রয়েছে। আর প্রতিবারই মোদীজি আরও শক্তিশালী এবং জনপ্রিয় হয়েছেন।
আন্তর্জাতিক স্তরে কর ফাঁকির অভিযোগে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমের ভারতের দিল্লি ও মুম্বই দফতরে যান আয়কর কর্তারা। এই ঘটনাকে আয়করের তরফে হানা নয়, সমীক্ষা বলেই দাবি করা হয়েছে। যদিও দুই দফতরেই সংবাদমাধ্যম কর্মীদের মোবাইল বাজেয়াপ্ত করেই তল্লাশি শুরু হয়। এমনকী, দফতরে কর্মরত সাংবাদিকদের বাইরে করে দেওয়া হয়। খতিয়ে দেখা হয় ব্রিটিশ কোম্পানির আয়-ব্যয় হিসাবের যাবতীয় কাগজপত্র।
ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধীরা। তাতে অবশ্য আমল দেয়নি বিজেপি। দিল্লিতে গেরুয়া শিবির জানিয়েছে, আইন আইনের পথেই চলবে। ওয়াকিবহাল মহলের মতে, সংবাদসংস্থাকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকার মঙ্গলবারই সম্প্রচারিত হয়েছে। আর তার পরেই দিল্লি ও মুম্বইয়ে BBC-র দফতরে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা।