রাস্তায় জনগণের বিভিন্ন আচরণ নিয়ে প্রায়শই ওঠে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় মিম। কিন্তু, তার সঙ্গে এই বিতর্কও মাঝেমাঝেই উঠে আসে যে, কারও ক্ষতি না করে স্রেফ নিজের স্বাধীন সত্তাটির উদযাপনের জন্য একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিকের (UP Viral Video) অধিকার নিয়ে প্রশ্ন তোলাও ঠিক কতটা সঙ্গত। সম্প্রতি উত্তরপ্রদেশের হাপুরের একটি ঘটনা সেই প্রশ্নই যেন ফের সামনে (UP Viral Video) এনে দেয়। ঘটনাটি ঘটেছে সিমভাওলি থানার অধীনের ৯ নম্বর জাতীয় সড়কে। বাইকে করে যেতে যেতে এক যুগলকে অন্তরঙ্গভাবে একে অপরকে জড়িয়ে বসে দেখা গিয়েছিল। তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসার পরেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই যুগলকে ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য ৮,০০০ টাকা জরিমানাও করা হয়।
আরও পড়ুন: বিশ্বজুড়েই উদযাপিত আন্তর্জাতিক শিশুকন্যা দিবস, এ বছরের থিম কী?
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বাইকের ট্যাঙ্কের ওপর বসে আছেন ওই মহিলা। তাঁর প্রেমিককে অন্তরঙ্গভাবে জড়িয়ে আছেন তিনি। দুজনের কারও মাথায় হেলমেট নেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো প্রকাশিত হওয়ার পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হেলমেট না পরে এইভাবে বাইক চালানোয় ট্র্যাফিক আইন লঙ্ঘনের বিষয়টি নিয়ে। তবে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে 'নীতিপুলিশি' করার সুযোগও ছাড়েননি অনেকে।