উত্তরাখণ্ডে ফের ভয়াবহ তুষারধস। উত্তরাখণ্ডের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরে আরোহনের সময় এই ঘটনা ঘটে বলে খবর। মঙ্গলবার সকালে খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে বায়ুসেনার কপ্টার। ইতিমধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
উত্তরাখণ্ড পুলিশের ডিজি জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসের খবর মেলে। এরপরেই যুদ্ধাকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে সেনা হেলিকপ্টার। এখনও পর্যন্ত ৮ পর্বতারোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই খবর। এখনও আটকে আছেন প্রায় ২১ জন পর্বতারোহী।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, এই ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এই পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ধামি।