কয়েক মাস আগের ঘটনা। খালি হাতে তাঁকে ফিরতে হয়েছিল। মাত্র ১০ গ্রাম ওজনের হেরফেরের জন্য অলিম্পিক থেকে তাঁকে বার করে দেওয়া হয়েছিল। নামতে দেওয়া হয়নি সোনার ম্যাচে। সেই ভিনেশ ফোগাত-ই জুলনা আসন থেকে কংগ্রেসকে জিতিয়ে এবার বিধায়ক হিসাবে হরিয়ানা বিধানসভায় যাচ্ছেন।
হিন্দি হার্টল্যান্ডে এবার ফিরে আসার লড়াই ছিল বিজেপির কাছে। একইসঙ্গে নজর ছিল জিন্দ জেলার এই জুলনা আসনের দিকে। গণনা শুরুর সময় বিজেপির প্রতিপক্ষ ভারতীয় সেনার প্রাক্তন কর্মীকে বেশ পিছনে ফেলেই এগিয়ে যাচ্ছিল ভিনেশ। তাল কেটেছিল তৃতীয় থেকে ষষ্ঠ রাউন্ডের গণনার সময়।
সপ্তম রাউন্ডে ফের ৩৮ ভোটের ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে দেন কংগ্রেসের এই প্রার্থী। এরপর হরিয়ানার দঙ্গলে শেষ হাসি হাসলেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাত। তিনি জিতলেন ৬ হাজারের বেশি ভোটে। রাজনৈতিক মহলের দাবি, এবারের হরিয়ানা বিধানসভা ভোটে হেভিওয়েটদের মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ। তাঁর উপরে আস্থা রেখেছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা দু জনেই।
এমনকী, এমন এক কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল, যেখানে লড়াই করতে হত ভিনেশকে। তিনি বরাবরের লড়াকু। এই প্রমাণ আগেও দেখেছে এ দেশে ক্রীড়া মহল। রাজনীতির ময়দানে সেই লড়াই ফের দেখা গেল। অলিম্পিকে যা পারেননি, হরিয়ানার জুলনা সেটাই করে দেখালেন ভিনেশ। কংগ্রেসের জন্য সোনা ফলালেন এই আসন থেকে।