বিয়ের মেনুতে ছিল পনিরের মতো লোভনীয় পদ। কিন্তু তা চেখে দেখার সৌভাগ্য হয়নি পাত্রের পিসেমশাইয়ের। আর সেই পনির চাওয়াকে কেন্দ্র করেই হাতাহাতি-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বর-কনেপক্ষের বাড়ির সদস্যরা। উত্তরপ্রদেশের বাগপতের এক বিয়েবাড়ির ভিডিওতে দেখা গেছে, উভয়পক্ষের অতিথিরা একে অপরের দিকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুঁষি মারছেন। এক মহিলা বাধা দিতে গেলে তাঁকেও মার খেতে হয় বলেই অভিযোগ। লাঠি এবং বেল্ট দিয়ে মারধরের মাঝেই এক ব্যক্তিকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। যদিও এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। এই ভিডিওটি ইতিমধ্যেই ১ লক্ষ ৪০ হাজার মানুষ দেখে ফেলেছেন। পক্ষে-বিপক্ষে মতামতও দিয়েছেন নেটাগরিকরা।
ঘটনার জেরে পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। মারধরের চোটে রাস্তায় দাঁড়িয়ে যায় যানবাহন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি বিহারের পূর্ণিয়াতেও একই ঘটনা ঘটে। হই-হট্টগোলের জেরে প্রায় ৭০ মিনিট যান চলাচল ব্যাহত হয় এলাকায়।
আরও পড়ুন- Calcutta High Court: গ্রুপ-ডি'র পর নবম-দশম শ্রেণির শিক্ষক, ফের ডিভিশন বেঞ্চের দারস্থ চাকরি হারানোরা